একটা ভেলা দেখেছো?
আমার ভেলা!
কষ্টের পোড়া কাঠ, বেদনার পেরেকে বানানো।
এইতো ছিলো তো  সেদিন ! সেই খেয়ালী ঘাটে বাঁধা ;
নিজেই আমি তাতে জ্বালিয়ে দিয়েছিলাম শত প্রদীপ আলো ..
কিন্তুু হঠাৎ  অমন করে চলে গেলো যে সে একা!


গুনেছি বিনিদ্র চোখে তাতে ,তাঁরা যে কত ;
আমাবস্যার রাতে বলেছি, তারে আমার ই জীবন কথা।


হয়েছি রোজ চোরাবালির টানে অন্ত:ধান যত,
ভাবনার ভাবালোকে বুনেছি আমি ইন্দ্রজাল ততো|


খেয়ার এপার ওপারের কাঁটায় আমার নানান  স্মৃতি গাঁথা ,
দুপাড় থেকে ঘাত - প্রতিঘাত পেয়ে গেলাম সদা।


ভেলা , তুমি এবার চলে এসো!
মুক্তির বরাত নিয়ে তবেই ফিরো ।


ছুটবো তোমায় নিয়ে সকল খেয়ালী মোহনা,
তবে মেটেই যদি মনের সব বাসনা ।


সাগর বানে হারিয়েছি অনেক  ঝিনুক-শামুকের  মতো ,
হালের মাঝি বাঁচিয়ে রেখেছেন আমায় অবিরত  |