------------------------------------------


ঝরাপাতার মর্মরে ছিন্নমূকুলের সুঘ্রাণ,
উলংগ আঁখির গোলকে কবিতার ছন্দ,
কুয়াশার রেনু বেনু বাজায় বিসরিত প্রাণ,
বাতাসের পাখায় নেশা আসে বারতার গন্ধ।
উন্মনা হৃদয় জমিনে পেলব উষ্ণ  প্রেম,
মৃত্যুঞ্জয়ী করে রাখে প্রশ্নহীন প্রতিটি  সন্ধ্যা,
নস্টালজিয়ার আত্ম গহনে লুকিয়ে ছিলেম,
পলাতক সময়ের কথা বলে রজনীগন্ধা।
দ্রোহবৃক্ষ স্থির দাড়িয়ে থাকে দুয়ারে  প্রগাঢ়,
গাংচিল উড়ে যায় দূরের অস্থির নগরে,
ক্লান্ত নয়ন খুঁজে ফেরে নীলাচলখানি তার,
স্বপ্ন খুঁজে না পায় পেলব বরুণ আঁখি ঝরে।


সেই সে চারুজ সময় আর কি হবে না দেখা,
ধূলি ধূসরিত ললাটে ভয়ের অরুন রেখা,
সেই স্মৃতিময় দূপুর আর কি আসবে ফিরে?
অবসাদ রঙ্গিন ফিরোজা বিকেল ভীরে,
টিউলিপ সন্ধ্যা অলিক দ্রুপদী কপাট খুলে,
এই তো আমি,যেয়ো না গো,যেয়ো না আমায় ভুলে।