আজ যদি তোর জন্মদিন হয়,
তা হলে তুই ছয় বছর।
নয়তো, পাঁচ বছর ছয় মাস।।


আজ যদি তুই হাসতে পারিস,
কাঁদতে পারিস,
দু’হাত তুলে উল্লাস করতে পারিস,
তাহলে, তোর ছয় বছর।
নয়তো, সেই পাঁচ বছর ছয় মাস।।


আজ যদি তুই জেদ করিস,
বায়না ধরিস, অভিমান করিস।
তবে জানব ছয় বছর।
যদি চুপচাপ শুয়ে থাকিস,
নিরবে একভাবে চেয়ে থাকিস,
তাহলে, ঐ পাঁচ বছর ছয় মাস।।


আজ যদি তুই কেক কাটিস,
ফু'দিয়ে ঐ প্রদীপ নিভাস,
তাহলে আজ তোর ছয় বছর।
ফ্রেমের মধ্যে কাঁচে ঢেকে
প্রদীপের আলোয় উজ্জল হোস,
তাহলে সেই পাঁচ বছর ছয় মাস।।