এটা কৃষ্ণনগরের রাজবাড়ী (নদিয়া জেলা অর্ন্তগত)।


           //আমাদের রাজবাড়ী //


অতীতের সেই রাজশাহী চমক
আজ জীর্ণ সংকীর্ণ,
খোসে গেছে চুন, বালি, সুড়কি
জন্মেছে হাজার হাজার আগাছা
তবুও দাড়িয়ে ঐতিহ্যের বাহক
আমাদের রাজবাড়ী ।


ধূসর, নিরলস দৃষ্টিতে চেয়ে
চখের পাড়ার মোড়ে,
জলঙ্গী নদীর তীরে,
কৃষ্ণনগর, শহরটার দিকে।


কেউ কি পারেনা?
ফিরিয়ে দিতে,
তার ঐতিহ্যের দিন গুলো
শুধু, পূজার দিন বা বারোদোলের সময় নয়।


চিরস্থায়ী হোক ঐতিহ্যর সম্ভার,
আমাদের রাজবাড়ী।