আশালতার ছানি পরা চোখ,
চোখ রাখে ঝাপসা পর্দায়।
সবি যেন সেই একাত্তরের ছবি,
সবি যেন একি নাটকের নাট্য করন।
চরিত্র গুলো সেই একি রয়ে গেছে,
শুধু বদলেছে অভিনেতার দল।
বদলেছে সময় আর দিনকাল।।
তাই হয়তো সেদিনের পাষাণ হৃদয়,
আজ উন্মুক্ত করুণাময়ী।
খুলে দিয়েছে, দয়ার বন্ধ দরজা।।


কিন্তু উন্মেষ মনটা?
বারে বার প্রশ্ন করে নিজেকে,
সেদিন, যা কিছু ঘটিয়ে ছিল তারা,
কেড়ে নিয়ে ছিলো মান সম্মান ভিটা মাটি।
আজ এতো দয়ালু হল কিভাবে?
এটা কি মনুষ্যত্বের খাতিরে?
না, আজো ধর্মের জয় হবে?
মনুষ্যত্ব আজো হেরে যাবে,
মুষ্টিবদ্ধ ধর্মের হাতে?
তবে আজ...


ঝাপসা ছানি পরা দু'চোখে,
অন্য মনস্কে জল বেড়িয়ে আসে।
পর্দা থেকে নিজেকে সরিয়ে,
আশালতা ফিরে যায় উদ্ভাস্তের জীবনে।