**কবিতা /বোবার শ্রেনীতে আমি এক নীরব প্রানী/


আমার দেড় কাটা নাকের পাশে,
তোমার এক কাটা! বড্ড বেমানান।
উপর থেকে নিকোটিনের পরত জমা পুরোনো ঠোঁট?
ঘেন্নাটে! একটা পোড়া পোড়া গন্ধে,
দম বন্ধ করা নিঃশ্বাস, কয়লা খনির শ্রমিক
অবেলায় গরম ভাতে নুনের অপেক্ষা।


আড়ষ্ট কাঁপা কাঁপা দূর্বল শরীর নিয়ে,
আমি অভদ্র ভাবে তোমাকে দেখি।
দুমড়ানো মচকানো ভালোবাসার আবদারে
প্রকাশ্যে আলিঙ্গন, চাই তোমার চুম্বন।


সিগারেটের পোড়া ছাই আর উড়ে যাওয়া ধোঁয়া,
এক নির্জন জড়তায় ডুবে যায় আমার মুখ।
বোবার শ্রেনীতে আমি এক নীরব প্রানী।


আকাশ ভর্তি উজ্জ্বল নক্ষত্রের মাঝে,
এক ফোঁটা জোনাকীর আলো দিয়ে
প্রতিবিম্বে আঁকি তোমার মুখ।
পাশে, দেড় কাটা চওড়া নাকে,
ইচ্ছে গুলোর আড়ি ভাব খেলা।


স্বপ্ন গুলোকে তুমি করেছো, এক ঘরে।