আমি অখ্মিয়া জানি না
জানি না তুমি কোন জনজাতি
বোরো তিবা কছাড়ি না রাভা।
জানি শুধু তুমি বহাগ
আর আমি এক বোহাগি।


তোমায় প্রথম দেখি বসন্তের
ফুলে ফুলে ভরে থাকা
মুগা মেঘেলা চাদরে
কপাল জোরা রঙা ফুট
হাতে জেতুকা
খোপায় কৌপফুল।


তোমার অপরূপ রূপে
তঙ্গালী গামছা ছাড়াই
সুরে, সুর ধরতে ইচ্ছে হয়
সেই অখ্মিয়া গীতে
মন বোহাগি তোর পাব লই
মন বোহাগি তোর হব লই।