শীতের শুষ্ক রূক্ষ ত্বকে,
এক রাশ উড়ন্ত যুবক
গিলছে, জ্যোছনার ছাইপাস।
উত্তেজিত শরীর কামড়ে
পৃথিবী নেয় দীর্ঘশ্বাস ।
মেঘের গুরুম গুরুম শব্দে,
বিচলিত নীলিমা পর্দায়
তৃর্ব চুম্বন, সবুজ ঘাসের
আজ জোকেদের শুভ পরিনয় ।
অঘোর নিদ্রামগ্ন গোরস্থানে,
পুর্ব পুরুষেরা ঘুম ভেঙে
বৃষ্টির এক রাশ ঝাঁটে
ভিজে যায় অভদ্র জানুয়ারি ।


আলোকিত রূপসী বাংলায়,
জীর্ণ শরীরে রুগনো পরিবার
শীতের ঘরে করে কোলাহল,
ধুয়ে যায় হাড় পিন্ড রক্ত।
সারা শরীর জুড়ে
বয়ে চলে কামনার বন্যা।
নদী নালা পুরুষ  ভেসে চলে
বজ্র চিৎকারে পৃথিবীর সাথে,
এক বৃষ্টি ভেজা জানুয়ারি।