মানুষিক চাপ,
না, মানসিক অবসাদ।
কি বললে? ভীমরতি ।
খালি খালি ন্যাকামু করছে।
বুড়োটার চোখে কোন স্ট্রেস নেই।
ফ্রাস্টেশন বা ডিপ্রেশন? কিছুই না।
কি অদ্ভুত রোগ মাইরি।
কথায় কথায় ভুলে যাওয়া,
কি যেন বলছিলাম তোমাকে?
চুমু খেতে গিয়ে, মুখ পুড়িয়ে ফেলা
ফুটন্ত কাঁচা দুধে।
বাড়ী ফিরতে গিয়ে, ভুল বাসে চেপে
সন্ধ্যায়, নিজেকে খুঁজে পাওয়া গঙ্গার ঘাটে।
কি অদ্ভুত রোগ যতসব।
ফ্রাস্টেশনে তো মানুষ চিৎকার করে।
ডিপ্রেশনে মন খারাপ....
আর স্ট্রেস, চিন্তার ঘর পূরন।
এগুলো তাহলে ন্যাকামু।
বুড়ো বয়সের ভীমরতি।