হাজার হাজার রাত জেগে,
একা বসে আকাশ পানে চেয়ে,
এখন তারা গোনার দিন শেষ।
তোর খোঁজে আজ আমি, নিরুদ্দেশ।
তবুও পাইনি আমি, সেই তারাটির দেখা
যার জন্যে আমার, হাজার বছর জাগা।


প্রত্যেক রাত জেগে, কুঁচকানো মেঘের ভাজে
খুঁজে বেড়াই তোকে, দিবালোকের মাঝে।
কতক ইশারা, অর্ধ নগ্ন চাঁদ বেঁকে
বুঝি তাই চেয়ে আছো, আজ আমার দিকে।
আয় এক বার এই আকাশে, ধ্রুব তারা হয়ে
অপেক্ষার অবসান, উল্কাপাতে নেমে।
দেখে যা, তোর মা, অসহায় কাতর
তোর ছবিতে মুখ গুঁজে, আজ সে পাথর।