জানি, তুই আবার প্রেমে পড়েছিস
নির্ঘাত, ঐ কালি মাখা মুখে ডুবেছিস।
বন্দ কারখানার জং লাগা গেট
আর আগাছা ভর্তি নড়বড়ে দেওয়াল।
জামা প্যান্টে জড়িয়ে, বিষাক্ত ঘাম
তোর প্রেম ঘুরে বেড়ায়, জুট মিল বস্তিতে।


যেখানে এক দিন ঝরে ছিলো রক্ত, মিছিলে
সেখানেই বুঝি তোর প্রেমের জন্ম।
তড়িঘড়ি, ছেঁড়া হাওয়াই চটিতে
কাঁধে ব্যাগ, আজ বেশ সেজেছিস নায়ক সাজ।
দীর্ঘ দিনের নিকোটিণ মাখা, কালো ঠোঁট
আজ একরাশ চুম্বন, আশার আলো।
কারখানা খুলবে, উদাসীন মুখে হাসি,
তাই আজ আবার, পুরোনো পথে পথ চলা।
আবার হাসিমুখে কালি মেখে, হারিয়ে যেতে
মরচে ধরা মেশিনের শব্দে, ঘামের গন্ধে।