চাই অসহিষ্ণু প্রেম - দন্ডহীন বন্ধনের।
চাই ছলনাহীন ভালোবাসা - জন্ম জন্মান্তরের।
আয়নায় অনেক দাগ দেখেছি,
দেখেছি তোমার ছায়ায় নিজেকে হেঁটে যেতে,
বুঝিনি দায়বদ্ধতার উঠোনে রাতের ছাপ।
দাও ঠিকানা পতিতালয়ের, দেবালয়ে কপট পাশার জের,
বেশ্যার অফুরান রাত,সম্পর্কের বিনিসুতোর বন্ধন
হাসতে চাই ঔরঙ্গজেবের হাসি,
এক নায়কত্বের অভিমান নিয়ে
ঢাকতে চাই নিজস্বতা, আঁকতে চাই জলছবি।


পয়সার বিনিময়ে পেতে পারি শরীর,
ছাইপাশ গিলে দিতে পারি হাজার গাল।
প্রয়োজনে তুমি কি দেবে?
তিন তালাকের রহিম কিংবা পুরুষত্বম রাম!
পারবে দিতে দন্ডহীন বন্ধনে অসহিষ্ণু প্রেম?
ছলনাহীন ভালোবাসায় অভিনয় - দায়বদ্ধতা?


একটা রাত যদি কেটে যায় পতিতালয়ে,
তবে সেই রাতের ভোরে ফুটে উঠবে গোবরে পদ্ম,
সেই ফুলেই সেজে উঠবে তোমার দেবালয়।
আসলে চাহিদার রঙ্গ মঞ্চে বানিজ্যিক পতিবেশ,
ঔরঙ্গজেবের হাসিতেই শাহজাহানের বাস,
পতিতালয়ের দুয়ারে গড়া, তোমার তাজমহল।