আজকে রঙ বদলানোর পালা,
সূর্যের রঙ বদলে নীল ক'রেদি।
আকাশটা নাহয় হলুদ,
পাতা গুলোতে বেগুনী ভ'রেদি।


অপরিচিত মুখ গুলির ভীড়ে,
খুঁজি ফিরি পরিচিত নিজের মুখটা।
এক ফালি কালো মেঘ, আটকে সিলিং-এ
সূর্য বেচা কেনা, দিনে দশ-পনেরোটা।


রাতের গভীরতা এখনো অনেক বাকি
নিশীথি বেলা, অমাবস্যার মুখ ঢাকী,
চোখের জলে আর ফুল ফোটে না।
চাই এখন, গাদা গাদা শ্রাবণের কণা
কাজল চোখ, বাদল রাত, মন আনমনা,
অল্প অন্ধকারে, এখন আর সাধ মেটে না।