ভেজা মাটির আঁশটে গন্ধে,
কেঁচো গুলো বাইরে আসে।
খোলা হাওয়া - খোলা আলোয়,
বুকে ভর দিয়ে এগিয়ে চলা, পথ ধরে।
সেই পথেই, পথ পিষ্ট হয়ে দু - টুকরো,
যন্ত্রণায় কাতর প্রথমে ছটফট,
তারপর, নিস্তেজ শরীরটা একটা খোরাক।
মাছের টোপ বোড়শিতে গেথে,
কিংবা মুরগিদের তীক্ষ্ণ ঠোঁটে।
খাদ্য তালিকায় কেউই প্রথম নয়,
কেঁচো - মাছ - মুরগি - ডিম?
এক এক করে সেজে আসে প্লেটে - প্লেটে,
ভিন্ন রূপে - ভিন্ন নামে - ভিন্ন দেশে।
আর যারা লুকিয়ে মাটির নীচে,
মুরগির নখের আঁচড়ে সেই দু - টুকরো,
শাবকের সাথে সাথে পিঁপড়াদের মহাভোজ।