নাম যে তার কচুর লতি ।
চন্দ্রা, সুমনা খায় দিন প্রতি  ।।
তুমি কি ক'ও,খাইবা নাকি?
বাঙাল খানা, সুস্বাদু এই কচুর লতি।।
সত্য কই, আর কখনও ভুলবা না।
এর যা স্বাদ, না খেলে জানবা না।।
বাজার থিকা লম্বা লম্বা,লতি কিন্না ।
বটি দিয়া কাইটা, ধুইয়া করবা রান্না।।
সঙ্গে দিও কুচো করা মিষ্টি কুমড়া ।
আর দিও পিয়াজ,রসুন,কালো জিরা, তোমরা ।।
জল দিবা না  এ রান্নায় ।
রান্না করো সরিষা তেলের বন্যায় ।।
ঝাল একটু বেশি দিও ।
লংকা গুড়ো ছিটিয়ে নিও ।।
একটু বেশী মিষ্টি দিলে, স্বাদ এর ভীষণ বাড়ে ।
আর কোন মশলা চাপাইয়ো না এর ঘাড়ে ।।
ঢিমে আঁচে ঢাকা দিয়া ।
রান্না করবা সময় নিয়া ।।
বাঙালগো রান্না ।
তাড়াহুড়োয় হয় না ।।
খাইয়া জানাইয়ো আমারে ।
এই কইয়া রাখলাম তোমারে ।।