লিখছি কবিতা, বসে মাছের আড়তে।
মাছ, তুমি, আমি, কবিতা,সব এক গারদে।।
দুই পাল্লা জীবনের, ক্রেতা আর বিক্রেতা।
বলো কি চাও তুমি, মাছ না কবিতা ?।।
বরফ সরিয়ে, বয়সের ছাপ দেখে নাও ।
যতটা লাগে রুপ চর্চায়, মুঠোয় করে নিয়ে যাও।।
আর একটু লাগবে,এই তোল তোল তোল।।
প্রেম-বিরহে মাখামাখি আড়ত, কবিতা ঘোল।।
তিনশ দশ তিনশ দশ বলুন তিনশ দশ।
পাবেন না আর, দিচ্ছি কবিতা, করছি লশ।।
সাড়ে তিনশ সাড়ে তিনশ...নে.. টান টান টান।
আর মাত্র সামান্য আছে,এই যে কর্তা নিয়ে যান।।
বাদের আশা করবেন না ...
বাদ চেয়ে লজ্জা দেবেন না ....
জলের দরে জলের মাল।
বাজারের কবিতা মাছের হাল।।
বলো কি কিনবে কবিতা না মাছ।
নদী-নালা, পুরুষ-নারী, নাকি বটগাছ।।
বিপিন বাবু আসুন, এই যে নরেন বাবু।
আর মাত্র অল্প আছে, মারুন দাদা ঝাড়ু।।
নিয়ে যান জলের মাল জলের দামে।
আড়তে কবিতা, লাগান নিজের কামে।।