আকাশের মেঘাচ্ছন্ন মনে,
অনেক কথা জমে ছিলো।
যেদিন  মুষল ধারায় বৃষ্টি হলো,
তুই খ্যাতনামা কবি।
কখনো চোখ থেকে বৃষ্টি ...
কখনো আবার রক্তে শিরায়..
বৃষ্টির আর বৃষ্টিতে একটা দিন।
বর্ষা শেষ শরতে, খুশির জোয়ার
সেখানেও মেঘাচ্ছন্ন মন।
শীত, বসন্তেও নেই বিরাম
নতুন করে জমে যায় কিছু ব্যথা।
সাদা পাতা ভরে যায় হাটু জলে,
কেউ সেখানে খেলা করে ।
কেউ সেখানেই ছবি আঁকে।