তোমার মাংস যারা পুড়িয়ে খাচ্ছে
হাড় থেকে, রক্ত - অস্থি চুষে নিচ্ছে।
যাদের বুকে - শকুনের হৃৎপিন্ড,
শুনেছি, তারাও মানুষের সমজাতী।
তারাও মৃত্যুর মিছিলে সহযাত্রী ।


দুই পায়ে সোজা হয়ে, বাঁকা পথ চলা,
হাত জুড়ে, বিশ্বাসের কন্ঠ চেপে ধরা।
টেলিভিশনের পর্দায়, তোমার নকল
অভিনয়ে , কর তালি দিয়ে ভাত রাঁধা।
বেঁচে থাকা দামে, মৃত্যুর ঘরে আশ্রয় ।


শুধু তুমিই বেজন্মা, কুপোকাত - গরীব ।
ধর্মের পাঠশালায়, তুমি হিন্দু, তুমিই মুসলমান।
তোমার কান ধরে, সংস্কৃতির দোহাই দিয়ে
শেখানো হয় ধার্মিকতা, নিয়ম - অনুশাসন।
লোক সমাজ, তোমাকে নিয়েই করে কানা - ফুশী।