তোমার মাথায়, একটা আকাশ ছিলো।
হালকা নীলচে, অদূর স্বপ্নের আকাশ।।
ছোট ছোট সাদা সাদা মেঘ,
শ্রবণে, লুকোচুরি খেলায় - ধাপ্পা দিত।
শীতের দুপুরে ছোঁয়াছুঁয়ি খেলায়,
দৌড়ে এসে ছুঁয়ে যেত, আমার হৃদয়।
সেদিনের ঝরে, কোথায় হারিয়ে গেলে।।
এখন শূন্য আকাশে একলা চাঁদ,
জোৎস্থার অপেক্ষায়, গুনে যায় প্রহর প্রহর।।


তোমার বুকে একটা সমুদ্র ছিলো।
গাঢ় নীলচে, অতল জোয়ারের সমুদ্র।।
শান্ত সকালে ঝিনুক ছড়িয়ে, তুমি
পায়ের ছাপে এঁকে যেতে, সূর্যোদয়।।
অদূর থেকে বয়ে আসা ঢেউ, আমায়
স্পর্শ করে, ঘুম ভাঙিয়ে দিয়ে যেত অনুভূতি।।
দুপুরের স্থানে পাল তুলে হারিয়ে গেলে,
সেই অদূরে।।
বিকেলের ভিড়ে একলা মেলায়,
আমি চেয়ে দেখি, সূর্যাস্ত।।


শুধু নীল রঙ ভেসে বেড়াই চারদিক।
তোমার নীলচে শূন্যতা,
ঘিরে ধরে আকাশ, সমুদ্র, আমাকে।।