ফুটফুটে স্নেহের আদুরে পাখি।
একভাবে একঘেয়ে টিভির সামনে,
প্রতিদিন সারাদিন ঘরবন্দী স্বপ্নহীন।।


আছে স্নেহ, আছে ভালোবাসা,
আছে একলা খাঁচায় অধিকার, ঘোরাফেরা।
কিন্তু মন! চনচল উদাসীন মন,
সে যে মানে না কারো কারন বারণ,
স্নেহের পরত সরিয়ে, চায় বাইরের জগত দেখতে।
দু ডানা মেলে বন্দীঘর ছাড়িয়ে,
অসীম নীল আকাশে উড়তে।
উড়তে উড়তে এক গাছ থেকে অন্য গাছ,
পাড়া গাঁ, ধানক্ষেত পেরিয়ে
পাহাড়ের দেশ, মেঘের ভেলা চ'ড়ে
অতল সমুদ্রের ঝিনুক নিয়ে,
সাদা বরফে এক রঙীন ছবি আঁকতে।


কিন্তু, মা যে বারণ করেছেন।
"মেয়েদের একা একা কোথাও যেতে নেই"।


শুনেছি, বাইরে উলঙ্গ ভিখারীর দল
বন্দুক হাতে শিকারের অপেক্ষায়।
কোনো নির্জন অন্ধকার গলির মুখে,
কিংবা অসহায় কোনো পাখি দেখলেই,
ডানা ভেঙে, ঘাড় মটকে
সাজিয়ে নেবে রাতের ডিনার টেবিলে।


কিন্তু মন! উদাসীন মন।
সেতো চায় স্বাধীনতা, নারীর স্বাধীনতা।
পুরুষ তান্ত্রিক সমাজে,
একলা ঘরে ফেরার স্বাধীনতা।
স্বাধীনতা, বন্দী ঘরের বাইরে,
খোলা আকাশে, মনের ইচ্ছায় উড়বার স্বাধীনতা।