তোর গোটা শরীরে বইছে আমার রক্ত,
বল, কি ভাবে দোষ ধরি নিজের রক্তের?
সারা রাত তোকে রেখেছি ছারপোকার অন্তরে,
সকাল - সন্ধ্যা ফিরে পাই মশার দংশনে।
বল, কি ভাবে বিচার করি রক্ত ক্ষরণের?
কি ভাবে লুকাই - আমার ক্ষত স্থান ?
ঈর্ষার উষ্ণতায় কিনেছি লাল রঙ,
ঠান্ডা শরীরের মেখেছি ভালোবাসা।
বলতে পারিস প্রাণ হানি হয় কাদের?


বছরের পর বছর যারা পিশাচ কর্মে লিপ্ত,
প্রতিবাদ হীন মানুষের গরম রক্তে তৃপ্ত।
যারা ভারি মিষ্টি স্বাদে মুখ লাল করে,
মৃত্যু আসেনা কখনো তাদেরই ঘরে।
শুধু হাত তালি দিয়ে যায় সুস্থ সমাজ
দিনলিপির অংকে তারা ড্রাকুলার দাশ।
মরে শুধু গুটি কয়েক মশা - ছারপোকা,
আমার নেগেটিভ রক্তে তাদের মৃত্যু লেখা।