আমি অন্ধকারের জিঞ্জাসা চিহ্ন,
এটাকে প্রশ্নের রূপ দিসনা।


প্রশ্নের হাত - পা হয়না,
প্রশ্নের মাথা - মুন্ডু থাকে না।
শুধু লুকানো থাকে ভাব সম্প্রসারণ,
নয়তো ইতিহাস - ভূগোলের সিলেবাস।


বোবা টেলিফোনে উত্তর খুঁজিস?
মোটামুটি -  কেটে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি..


যেদিন দেশলাই কাঠি জ্বালাবি,
দেখবি, জলের স্বচ্ছতা
বুঝবি, নরম প্রেমের স্বাদ
সেদিন তুইও অন্ধকারের জিঞ্জাসা চিহ্ন।


সমান্তরাল দাগ গুলো
টেনে হেচড়ে যারা মিলিয়েছে স্টেশন চত্বরে,
ফিলামেন্টের ঝরে যাওয়া বাকিটুকু অংশে
গালে হাত দিয়ে বসে থাকা - আধ বুড়ো
ব্যানারের আকর্ষণীয় ছবি।


প্রশ্নের হাত - পা হয়না,
প্রশ্নের মাথা - মুন্ডু থাকে না।