অন্ধকারের গভীরে, তুমি কি খুঁজছো? - রাহি
এখানে সবাই অন্ধ, সবের রঙ ঘুটঘুটে কালো।
যা কিছু মুক্ত - মাণিক্য, স্বপন জড়ানো ,
সবই নকল সোনা, পাওনাদারের বেদনা।
চলো, মৃত্যুর মিছিলে হেঁটে যাই ।
শুনেছি, স্বর্গের দুয়ার এখনও খোলা।
ভাঙা কাঁচের, ছোট ছোট টুকরে মর্দুম
আলোর আশ, সাজিয়ে রাখে সংবাদ।
বৃথা, সম্পর্কের বাঁধনে কেল্লা বানিয়ে,
যত খুশি ইচ্ছা, বড় বড় চোখে জাগে,
পারলে, দুটি চোখ হাতে নিয়ে খোঁজ।
কবরস্থানে কাটানো - একটি রাত
তোমায় পৌছাতে পারে, জেরুসালেম ।
চোখ বন্ধ করে, শান্তির বিশ্বাস ধারনেই,
কাফির, তোমার মদিনায় দোয়া কবুল।
যারা তোমায় চিনবে না, জানবে না,
পাথর ছুড়ে মারবে শয়তান ভেবে,
এক দিন তারাও মৃত্যুর মিছিলে, তোমারই হবে
চলো স্বর্গের দুয়ার, এখনও খোলা
পাওনাদারের হিসেব চুকিয়ে আসি একবার।