এই ভাবেই আস্তে আস্তে
দিনের শেষে, সূর্যাস্ত হচ্ছে ।
তোমার, আমার বাড়ীর নিশ্বাস
একটু একটু করে, ফুরিয়ে যাচ্ছে ।
যারা রোজ জানালা দিয়ে দেখে সূর্যাস্ত,
গাছের আড়াল হতে সন্ধ্যা নামে,
আমিও দেখি আমার জানালা দিয়ে
দেখি, তাদেরো অবস্থা রাতের ঘামে।
ফুরিয়ে যাওয়া নিঃশ্বাস ঘরে
অপেক্ষায় নতুন সূর্যের, ঠিক আমার মতন
আসলে আমরা এক রাতে, এক বিছানায়
ঘুমাই,খুলে পূর্বে জানালা যখন।
হয়তো আলোর প্রথম প্রকাশ পেয়ে
সম্পর্কের সব স্যাঁতসেঁতে ভাব দূর করে,
আরাম কেদারায় রবি ঠাকুরের গানে
বিকেলের বারান্দায় আবার এক ঘরে ।
দেখব সূর্য স্থান, কোন গাছের আড়ালে
কিংবা কোন বিশাল সমুদ্রের বুকে
রেখে আদরের আঙুলে, দুজনে হাত
নতুন সূর্যে রামধনুর সাত সুখে ...