উঁচু ভগ্ন কোঠায়, কাটছে তিন প্রহর
দেউল দেউলিয়া, জীবন হয়ে জহর।
হাড় কঙ্কাল দেহ, তবু জমিদার
আগলে ভিটেমাটি, বৃদ্ধ ক্ষুদিরাম।।


জীর্ণ দেওয়াল গুলি বড়ই নড়বড়ে,
খসেছে চুন শুরকি, হয়ে ঝরঝরে।
ফাঁক ফোকরে পায়রা, বেধেছে বাসা
কোথাও কোথাও আবার, জন্মেছে আগাছা।।


তিন কূলে কেউ আজ, নেই যে তার
আশায় আশায় থেকে, দিন কাটে চার।
ছানি পরা চোখ, চেয়ে দূরে মন
হয়তো আসবে কেউ, হবে সে আপন।।


ধূ ধূ করা মাঠ, সব কেন শূন্য,
জমি জমা গেছে, জমিদারি নিচিহ্ন।
বড়ো বড়ো থাম, কেন আজ একলা
অতীত স্মৃতিতে যেন, জ'মেছে শেওলা।।