গোটা আকাশ জুড়ে ঝরছে কুয়াশা,
ভিজেছে ধুলো মাখা ঘাস, পিচ রাস্তা, গাছের পাতা
ভিজেছে রাত জাগা ক্লান্তির ল্যাম্প পোষ্ট।
সন্ধ্যের গোধুলি রঙে, ভিজেছে
ভোরের শান্ত স্নিগ্ধ দক্ষিণা বাতাস।।


প্রাতঃ ভ্রমণের পায়ের ছাপে
কেটে গেছে একটা গোটা ঋতু,
ফুটপাতের ছেঁড়া কম্বল জড়িয়ে
অপেক্ষায় বয়স, একটু ঝলমলে ভোরের
বার্ধক্য, যৌবন সবে আগুন জ্বালিয়ে
কাটিয়ে যেতে, একটা কনকনে রাত ।


শূণ্য রাস্তায় নীল ছাতা মাথায়
কে যেন অপেক্ষায়, আমার!
হাতে বড়ো একটা চাকু নিয়ে,
খোলা আকাশের বুক, দু টুকরো করতে
ঝর ঝরিয়ে ঝরুক পরিচ্ছন্ন জল!
কুয়াশার দাগ ধুয়ে, স্থানে কালো রাত ....


জাগা ল্যাম্প পোষ্ট, ভেজা ঘাস
থর থরে কেঁপে ওঠা ঠান্ডার শব্দে,
ছেঁড়া কম্বলটাও যাক ধুয়ে।
শূন্য রাস্তার প্রাতঃ ভ্রমণের ছাপ
ভেজা কাঠ, বৃথা চেষ্টায় জ্বলুক আগুন।
এক যৌবনে বৃষ্টির আদরে
ভিজুক সারা রাত কুয়াশার ঘ্রাণে।


আজ তোর প্রতিবাদে,
প্রতিরোশোধের ঋণ গোধূলির রঙে।
ভোরের শান্ত স্নিগ্ধ দক্ষিণা বাতাসে,
প্রতিশোধ গোটা হাড় ভাঙা শীতে।
গায়ে মেখে যানবাহনের ধুলো,
দুপুর হলেই পিঠ শুকিয়ে নেয়
ল্যাম্প পোষ্ট, ঘাস পিচ রাস্তা, ছেঁড়া কম্বল।