প্রসব যন্ত্রণায় কাতর মুষ্টিবদ্ধ হাত
অল্প একটু আলো, অল্প বাতাস...  জল,
লেবার রুমের টেবিলে বীজ রোপণ।
এক ফসলা কিংবা তিন ফসলা,
পাথর কুচির পাতা ঝরা....
পাতা বাহারির সদ্য কাটা ডাল,
মাতৃত্ত্ব জ্ঞাপনে অঙ্কুরিত বীজ,
খুঁজে ফেরে মাটির উর্বরতা।


জন্ম জন্মান্তরের আবদার জড়িয়ে,
এক গুচ্ছ শিকড়ে জমে মমতা ।
পলির কাদা শরীরে মেঘে,
সালোকসংশ্লেষে দিন চর্চা,
আতুর ঘরে এখন নতুন প্রজন্ম।
কাক - কোকিলের সংঘর্ষ বিরতি,
মাতৃত্ত্বের ছায়ায় বেড়ে ওঠে
এক নতুন মুষ্টিবদ্ধ হাত।