আকাশ ক্যানভাস, মেঘেরা লিখছে কবিতা।
ক্যালেন্ডারের পাতায়, কাটা গোল গোল দাগ!!
শ্রাবণ এখনো অনেক বাকি।


সেদিন বরফে ভেজা পাহাড়ি নদী,আমার গ্রামে।
আজকাল প্রায়ই জলপ্রপাত ঐ পাহাড়ের গাঁয়ে।
কেউ যেন স্মৃতিতে আটকেছে বর্ষা স্নান ।
বুকের যন্ত্রণা গুলো ভাগ করে, মেঘেদের সাথে
নীল ক্যানভাসটা ঢেকেছে কালো রঙে।
তাই.....
ক্যালেন্ডারের পাতায় কাটা গোল গোল দাগ!!
শ্রাবণ, এখনো অনেক বাকি।


শুষ্ক তাপের দিনে, তোমার খেলা ঘরে
যারা চোর পুলিশের খেলা- খেলে,
আজ তারা পুতুল গুলিকে মানুষ করতে ব্যস্ত ।
শুধু আমি, নিজেকে লুকিয়ে প্রকৃতির অন্তঃসত্ত্বায়
এই ভয়ে, মেঘেদের লেখা কবিতা গুলি,
যদি আছড়ে পড়ে বাদল ফাটা আওয়াজ করে,
কোন গ্রাম কিংবা নদীর পার ভেঙ্গে
ভাসিয়ে যায়, তোমার ভাঙা হৃদয় নিয়ে।
যদি ঐ পাহাড়ি নদীটিও ডুবায় আমার গ্রাম!
যদি পুতুল গুলি ভেসে যায় কবিতার ছন্দে!
তাই...
আবার দিন গোনা, আবার হিসেব করা,
ক্যালেন্ডারের পাতায় কাটা গোল গোল দাগ!!
শ্রাবণ, এখনো অনেক বাকি।