ডাইরির সাদা পাতাতে
বয়েগেছে তোমার অশ্রূনদী
কোথাও দাড়ি-কমা অনুসরনে
কোথাও আবার জিজ্ঞেসা চিহ্নে
বয়ে চলেছে পাতার পর পাতা।
আর সেই নদীর জলে
ভিজিয়েছ তুমি
রাতের বিছানা।
খড়স্রোতের ঐ বালুকা বেলায়
পাল তুলেছে তোমার ক্লান্ত জীবন
কালসিটে সব সৃতির টুকরো
ঝাপসা ওপারের পরিবেশ
হাসি কান্না চিৎকার আর্তনাদে
আস্তে আস্তে শুকিয়েছে সব রক্ত
আর সেতিকায় চেহারার তুমি
এক পা জলে নেমে
অশ্রু নদীর গঙ্গায়
তোমার আপন কেউ
পার দিয়েছে সূর্যাস্তের দেশে।