তিলে তিলে বেড়ে চলেছ
আমার ভিতরে,
যেমনটা বেড়ে চলেছে
আমাদের রোজকার কথা,
পকেট ভর্তি স্বপ্নগুলো
অবসর সময়ে
দিব্যি দেখিয়ে যায়-
পুতুল নাচ।
আর যখন হাফিয়ে উঠে
নিঃশ্বাস ফেলে আমার বুকে,
মন তখন দুরন্ত গতিতে
ছোটে যায়
নরম ঠোটের পাহারায়,
আর আকাশের তারাগুলো
তখন নেমে এসে
বাড়ী বাঁধে
তোমার চোখের ঠিকানায়,
আমিও ঠাই খুঁজি
সেই কিনারায়-
যেন স্তব্ধ না হয়ে যায়
শব্দহীন গল্পের ফুলঝুরি।