আমি সঙ্কীর্ণতার চোখে
চোখ রেখে
কথা বলতে শিখে গেছি
এখন আর হীন-মান্য হওয়ার
নেই ভয়,
বারবার ষড়যন্ত্রের পাথর-গুলোয়
হোঁচট খেয়েছি,
পড়েছি,
আবার উঠে দাঁড়িয়েছি – দৌড়েছি।
তোমার সম্মোহনী আদরের খেলা
আমায় থামাতে পারে নি;
তাই অনায়াসে ঝাপ দেই
নোংরা পুকুরে
তুলে আনি পদ্মফুল
তোমার মিথ্যার কর্দমা
আমায় ডুবাতে পারে না।