বদ্ধ গ্লাসের ঘরে বসে
আজও মনে পরে – তোমার কথা,
পাঁচটি বছর-
    তোমার হাত ধরে আমার মনুষ্যত্ব লাভ
    তোমার ছোঁয়ায় দেখেছি স্বপ্ন
    তোমার দুনিয়ায় দেখেছি ভালোবাসা।


আজ অরকুট/ফেসবুকে তোমায় খুঁজি;
অথচ একদিন-
   তোমাকে ছাড়া ছিলাম অসহায়
   তোমাকে নিয়ে ছিল সব গল্প
   আর আড্ডা – সেই ক্যান্টিনের বারান্দায়;


তোমাকে রোজ দেখতে হত
    তাই রোজ চরতাম ভালোবাসার বাসে
    ঠোটে শুধু ভালোবাসার গান
    মনে প্রিয়তমার সন্ধান;


আজ-
কিছু আছে, কিছু নেই
তবু তুমি আছো সুখেই,
কিছুটা আমিও
শুধু – তোমাকে ছেড়ে।