এখন,
রোজ সকালে দেখি
মেঘকে নেমে এসে
পাহাড়ের কপালে চুমু খেতে
আর সূর্যের উষ্ণতা
তাদের ঠোট রাঙিয়ে দিয়ে যায়
ঝরনারা তখন গা ধুয়ে
স্নিগ্ধ করে তুলে
পাহাড়ের রূপ
আমি চোখের ফ্রেমে বেঁধে রাখি
সেই ল্যান্ডস্কেপ ক্যানভাস।


এখন
দিব্যি কাটছে সময়
পাহাড়িয়াদের বস্তিতে
ওদের চলার পথ সঙ্কীর্ণ-
মন নয়,
তাই বৃষ্টির ফোটা
গায়ে জ্বর বয়ে নিয়ে আসে না
আনে শুধু ভালোবাসা।


এখন
লোডশেডিং এর সাথে
রোজ হয় ক্যান্ডল লাইট ডিনার
চুটিয়ে চলে প্রেম
অন্ধকারের সাথে,
তার গায়ে হাত বুলিয়ে
করি ভালোবাসার অঙ্গিকার
তার হাতে তুলে দেই
সব অভিমান, অধিকার
সেও মুখ ফিরিয়ে
চলে যায় না – অন্যদের মত!
জড়িয়ে ধরে
আদর করে
চোখে, ঠোটে, কাঁধে
আর আমিও হারিয়ে যাই
তার মেঘলা শীতল হাওয়ায়
ঘুমের দেশে;


এখন
ভালোই আছি
এই অজ্ঞাতবাসে।