ইচ্ছে করে
পালিয়ে যাই
একাকীত্বর খুঁজে
শরীর চুয়ে
বৃষ্টি নিক
পৃথিবীর স্বাদ
ভেঙ্গে গুড় গুড় হয়ে যাক
মুঠোফোন
কেউ যেন খুঁজে না পায়
শেষ পদচিহ্ন টুকুও
তারপর
ছোটবেলার পাঠ্যবই এ পড়া
সাঁওতালের সাথে
হবে মধ্যাহ্নভোজন
মাঠের কিনারায়
নদীর ধারে
চোখ বুঁদে গিলব
পালামৌর সৌন্দর্য
কিংবা চলব
খাইবার গিরিপথে
পোস্টমাস্টারের হাত ধরে
খুঁজে নেব – কাবুলিওয়ালাকে
আর যদি হয় দেখা
অপুর সাথে
তবে নেব সমুদ্রের স্বাদ,


হারিয়ে যাওয়া অনেক কিছুই
দেবে দেখা
তাই পালিয়ে যেত চাই
একাকীত্বর খুঁজে