আমার কবিতা –
আসলে কবিতা নয়
আমার পালিয়ে যাওয়ার রাস্তা
কঠিন সময়
আবেগ, পিছুটান
সব কিছুকে আগলে রেখে
নতুন পথ চলার কথা।
যে পথের প্রতিটি পথিক
আমার প্রিয়
আমার মনের মানুষ।


আমার কবিতা –
আসলে কবিতা নয়
আমার অভিব্যক্তি
যা মুখে শব্দ হয়ে
দেখেনি পৃথিবী
শুধু মনের বদ্ধ ঘরে
বসে থাকত – একাকী,
সেই প্রেমিকের মতন
যার সদ্য প্রেম বিচ্ছেদ ঘটেছে।


আমার কবিতা –
আসলে কবিতা নয়
আরেকটি সুযোগ
নিজেকে খোঁজে পাওয়ার
কখনো হারাবার,
শুনশান হাইওয়েতে
বৃষ্টির চাদর গায়ে
হঠাৎ খোঁজে পাওয়া
চায়ের স্বাদের মতন
সেই ভালোলাগা-
আমার কবিতা,
আসলে সে কবিতা নয়
আমার দ্বিরালাপ-
নিজের সাথে।