বেজে উঠেছে শঙ্খনাদ
পড়েছে দামামায় কাঠি
মুখোসের আড়ালে লুকিয়ে ছিল যারা
এতদিন,
একে একে বেড়িয়ে আসছে
খোলস ছেড়ে
দুর্বৃত্তের দল;
তুলেছে রব – ‘ইয়াকুব ইয়াকুব’!
আর অন্য প্রান্তে দাঁড়িয়ে-
কিছু লোক,
রক্তের রং যাদের আজও- গাড় লাল।
মাতৃভূমির সুগন্ধে
যাদের দেহ আজও সুগন্ধিত,
বাসন্তী রং আর ‘বন্দেমাতরম’
যাদের আজও
অন্তরাত্মাকে উদ্ভূত করে তুলে;
সন্ত্রাসের মেকী দরদী
ঐ ছাপোষাদের সামনে-
                ওরা রুখে দাঁড়িয়েছে।
তাই সব খেলা শেষ,
এবার শেষ লড়াই-
আমার অস্তিত্বের।