জীবনের বোনা স্বপ্নে প্রলেপ দিয়ে
জীবন চলে আপন প্রবাহে ।
কখনো স্বপ্ন হারিয়ে যায়
স্বীয় অববাহিকায়,
কখনো জীবনকে ঘিরেই
প্রকট হয় জীবনের আবছায়া;
আবার কখনো
স্বপ্নভঙ্গের চিত্তক্ষোভ সঙ্গী করে
নিরাসক্ত মন নির্জনে বিলাপ করে ।
তবু সুরহীন জীবনে সুর সঞ্চারের মোহে
স্বপ্নবিলাসী মন নিরন্তর স্বপ্ন বোনে যায় ।