ও ফুল তুমি কই?
আমি যে তোমার অপেক্ষায় রই
সকালে এসেছিলাম
তখনও তো তোমাকে পাইনি
দুপুরে এসেছিলাম
তাও তো না
এখন বৈকাল
চেয়ে দেখো পাখিদের দল
আকাশে ওড়ে
একেবারে মেঘের কোলে
সূর্যি মামার যাই যাই অবস্থা
কয়েকটা দুষ্টু ছেলের দল
খেলা করে
নদীর তীরে
আমার একদম ভালোলাগে না
ওদের সাথে খেলতে
আমি তোমার সাথে খেলবো
খেলবে আমার সাথে?


ও ফুল তুমি লাল কেন?
আর তুমি?
তুমিও বা সাদা কেন?
মা বলে যারা রেগে থাকে
তারা নাকি লাল হয়
আর যারা খুশিতে থাকে
তারা সাদা
কথাটা কি সত্যি?
ও ফুল কথা বলো
আর আমার সাথে খেলবে চলো
কথা বলবে না?
খেলবেও না?
কিন্তু কেন?
তুমি কি জানো?
আমি চেয়েছি দিনেরাতে
তোমার সাথে এক হতে
ও ফুল ও ফুল
আমি কি করেছি ভুল?
তোমাকে চেয়ে
কথা বল, চোখ খোলো, চেয়ে দেখো
তোমার সামনে বসে আছে
লোম হীন, চক্ষু হীন
পঙ্গু এক শিশু মেয়ে