হঠাৎ একদিন চলে যাব
এই পৃথিবী ছেড়ে
সেদিন কেউ বাধাঁ দিলেও
শুনবো না
বদলে রেখে যাব
এই নিষ্প্রান দেহ,
মুক্তি পাব এই পৃথিবী  থেকে,
পৃথিবীর এই মায়ার বাঁধন থেকে,
আর মুক্তি দেব তোমাকে


সেদিন সাক্ষী হবে এই নিশীথ রাত্রি
আর ঐ নির্বাক কৃষ্ণাচূড়া গাছটি
সেদিন দেহের যত গরম আছে কেটে যাবে
ঠান্ডা হতে থাকবে এই দেহ
দেহের যত জল আছে
বেরিয়ে যাবে সমস্ত দেহ থেকে
আর অশ্রু হবে শূন্য


আর হয়তো কয়েকটা মাস
অথবা কয়েকটা দিন
তোমার পিছনে ছোটা
তাই আর বাঁধা দিওনা
যেতেতো একদিন হবেই
তাই পৃথিবী ছেড়ে যেতে আমার
কোনো আপত্তি নেই
শুধু স্মৃতি গুলো সঙ্গে নিয়ে যেতে চাই
তাতে হয়তো আমার কষ্ট হবে
কিন্তু ওটাই আমার আনন্দ