নিদ্রা ভঙ্গ কর
দেখ তোমার দুয়ারে আমি
তোমার ঘরের পাশ দিয়ে চলতে গিয়ে
হঠাৎ করে থেমে গেল আমার দেহ
এখন আমি এক মূর্তিমানব


অথচ কয়েকদিন আগে
যখন তোমার ছায়ার দেখা পাইনি
তখন সবুজ ঘাসে, গাছের ডালে
খেলছিল আমার মন
নিজেকে কতবার হারিয়েছি
ষোলোআঁটির মাঠে ঘুড়ি ওড়াতে গিয়ে,
আজ আমি স্তব্ধ।


এখন নিজেকে নিজেই নিয়ন্ত্রণ
করতে পারিনা।
এখন আমি টের পাই
আমার মধ্যে বাড়ন্ত জড়তা কে
যেটা আমায় থামিয়ে দেয়
রুদ্ধ করে আমার শ্বাস


অথচ আমাকে,
চলতে হবে অনেক পথ
বাঁচতে হবে অনেক দিন
মেটাতে হবে অনেক দায়
তার জন্য মুক্তি পেতে হবে তোমার থেকে।
তাই যদি পার,
আমাকে একটু মুক্তি দিও