আমার চলার পথে
ট্রাফিক পুলিশের বেশে
এক মেয়ে রোজ আসে।


কখনও বলে থামো, আমি থামি।
কখনও বলে যাও, আমি যাই।


যেন এক আনুগত্যের দাস আমি
তার কাছে।


আমারও ভালো লাগে দেখতে তাকে;
তাই দেখি
জানিনা কি আছে পরিণতি;
অথবা বাঁচার মান
তবুও করে যাব সম্মান
এ দেহে জীবন যতক্ষণ আছে।


তারপর শেষ হয় সময়
সবুজ সিগন্যাল করে আহ্বান;
শেষে বুঝি তার কাছে আমি
আর পাঁচটা পথিকের সমান।