তোমার ত্বকে বৃষ্টি অনুভব করো,
আমি তোমার  জন্য বৃষ্টি অনুভব করতে পারি না,
শুধু তুমি এটা জানো।


তোমার ঠোঁট শব্দের কথা বলতে পারে,
তুমি অব্যক্ত ভাষায় নিজেকে নিষিক্ত করো না,
তাতে আমার লেখা কবিতায় ভাব প্রকাশ পায় না।  
শুধু তুমি এটা জানো।


তুমি নিজেকে বৃষ্টিতে ভিজাও,
অব্যক্ত কথা গুলো চিৎকার করে বল,
আমার শুনতে ভালো লাগে,
আমি জাগ্রত হই,
আমার লেখা গুলো ছন্দে ফিরে আসে।
শুধু তুমি এটা জানো।