বেশুমার দুঃখ নিয়ে বেঁচে আছি
হৃদয়ের পরতে পরতে-
ভুলভাল শব্দ কিছু রাখা আছে যতনে
সেইসব শব্দের কোন আবেগ নেই
আমি আর আবেগ পুষে কি লাভ?


ইচ্ছের ভেতরকার ইচ্ছে নিয়ে
তাকেও ধামাচাপা দিয়ে যাই
রাতপাহাড়ের কোন এক চূড়ায়
নির্বিকার এই সময় আরো আগেকার
তারপর-
মানুষের আর পরিপূর্ণ চাঁদ দেখা হয় না


এখানে সত্যের সংলাপ চলে রাতভর
মিথ্যা আওড়ায় প্রলাপে ভেংচিতে
যেখানে মানুষ পরিপূর্ণ গ্রন্থিত হয় সংকলনে
সীমাহীন আবেগ নিয়েও ঘুরপাক খায় কেউ
অথচ-
মানুষই রোজরোজ আহত হতে ভালোবাসে।


০৭/১০/২৩
০২ঃ০৩ রাত