তুই যদি রাখবি আকাশ চোখে ধরে
আমিও সাগর ধরি উপুড় করে
দু'জন মিলে একই সাথে ঝরবো রে
ইচ্ছে হলেই যে যার মত ভিজবে

নিরজনে একই সাথে মিলিয়ে গলা
গাইবো দুঃখে মনের সুখে দিব্যি বলা
তবেই নাকি মনের আগুন ক্রমান্বয়ে নিভবে

একোন খেয়াল বোধের দেয়াল রংচটা
সত্য মিথ্যা যাচাই করে আর ক'টা
তারা কি আজ তারা হয়ে আর জ্বলবে?

১৭/১২/১৯