আমি এক বালিকা চিনি
দিনে রোজ ফুল ছুঁড়ে মারে
ব্যথিত হৃদয়ের দ্বারে।
তারে না ডাকিলে কাছে
সদ্যজাত বাছুরের মত নাচে
তারে দিব বলে একটি পায়েল কিনি।


সীতাহার দেব বলে করিয়াছি পণ
মন জোগাবো বলে প্রেম বিপণন!


একটি হলুদ ফুলের মোহ ছাড়তে পারিনি
জলে দেখেছি আহ্লাদী মুখ
অগোচরে বিলীন হলো কাকের কৌতুক।


তার সঙ্গ চাই, চাই লাভের অংশ বিশেষ
নগদের কারবারি মানি ওকে আর তাকে
পিরিতে বুঝিও নাগর তার কিছু জের থাকে।


১০/০৩/২০২০
০০ঃ৫৮