আমার আপত্তি গুলো টিস্যুর মত বিক্রি হোক। তেজ পাতার তেজ বুঝবার আগেই প্রশমিত হোক বেদনা! অভিবাদনের ভঙ্গিমায় ফণা তুলুক বিষধর সাপ! মানবিক আবেদন নিয়ে খসে পুড়ুক পুরাকীর্তির দেয়াল। লাল ঘর। মদের বার। জানালামুখি বাতাসের ঘূর্ণিবায়ু। পথভোলা আত্মনিমগ্ন পথিক ধ্যানে বসুক। আমি পাখিদের ওড়ার কৌশল রপ্ত করে ঝাঁপ দেব পাহাড়ের চূড়া থেকে। আর পরতে পরতে সাজিয়ে তুলবো নতুন নতুন আপত্তি! তোমাকে কাছে পাবার বিরোধিতা নিয়ে আকুল ব্যাকুল আপত্তি। নির্জনতা খুনের আপত্তি। শুধু আপত্তি আর আপত্তি। এই আপত্তি গুলোই যেনো আমার প্রতিপত্তি!


১২/০৪/২৩
০৪ঃ১৫ ভোর