গল্পের নায়িকা হতে চাওনি তুমি একবারও
বারবার আমি সে পথেই হেঁটেছি
ভালোবাসাহীন হয়ে বারবার অঝর কেঁদেছি


হাজার প্রশ্ন এসে মনে জমা হয় ক্ষণেক্ষণে
জমতে থাকে প্লাবনের জোয়ার পাথর দু'টি নয়নে
নীড়ে ফেরা পাখিদের মতো করে বহুবার আমি শুধু তারে সেধেছি


গোলাপ ছিঁড়তে গিয়ে কাঁটা যদি বিঁধে কারো হাতে
কমে কি প্রেমিকের ভালোবাসা একবারও তাতে


ভালোবাসা ভালোলাগা ক্ষণিকের মোহে হয় কি?
এমন তো নয় সেতো বাহুডোরে থাকে বন্দি
তবু যেন আমি তারে আপন ঘরে বেঁধেছি



১৯/০৫/১৮
০৭ঃ১৫ সন্ধ্যা