দূরবীনে চোখ রেখে তোকে বিচারী
নিজেরে মৌলিক ভেবে করি দীনদারী
এ করে খানাপিনা ও করে উপভোগ
পরাণের অলিন্দে বাঁধে কামনার রোগ


একই তো রাতের ঘুম সাথে তুই নাই
আমার আবেগটুকু বেহানে বিলাই
নিশাচর রাত্রিভর করো ডাকাডাকি
পরাণের ডাকে সদা একা জেগে থাকি


একটা গোপণ কথা বলিবো কারে
সেও আমারে ডাকে ঠারেবিঠারে
কাকতাল নয় সেটা তারে বলিতে
এই আমি বারবার একই গলিতে


১৫/০২/২০২০