নদী বলেছিল ছুটে যাও ছুটে যাও
আমার পথ ধরে সাগরে হারাও
আকাশ বলেছিল উড়ে যাও উড়ে যাও
আমার পথ ধরে দিগন্তে হারাও


আমি জলের মত আমি মেঘের মত
ফোঁটা জলে ঝরে যাই প্রতিনিয়ত
মানুষের মন ভোলাতে পাখি করে গান
পাখিটি আমারে বলে তুমিও গাও
যাও ছুটে যাও দিগন্তে হারাও


ফাগুনের রঙ মেখে আমি প্রজাপতি
রঙধনুর তাতে কি হয় লাভ ক্ষতি
নীল চোখে নিশীথে কি রঙ খুঁজে পাও
বাতাস বলে যায় আর কত রঙ চাও



০১/০৫/১৮
০৪:১০ অপরাহ্ন