মানুষের দ্বন্দ্বটা মূলত নিজের সাথে। একজনকে এগিয়ে যেতে দেখলেই পিছিয়ে যাবার ভয় থেকে কত বিষোদগার। অথচ এগিয়ে দিয়ে প্রকারান্তরে নিজে এগিয়ে যাওয়ার যে সুখ সুখ অনুভূতি তা কেউ অর্জন করতে পারেনি। একদা মানুষ পাথরে খোদাই করে লিখতো তারপর পাতায় তারপর কাগজে অতঃপর ইলেকট্রনিক ডিভাইসে। কেমন করে এগিয়ে যাচ্ছে মানুষ। কত স্বনির্ভর। এগিয়ে যেতে যেতে পায়ে হাঁটা পথ রাস্তা সড়ক মহাসড়ক, ঠিক এভাবেই হারিয়ে যায় কলির যুগ।


৩০/০৯/২২